রিপোর্ট অলিউল্লাহ:- গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, এই প্রতিপাদ্য কে সামনে রেখে বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে“আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন”এর উদ্যোগে ২০ আগস্ট (বুধবার) উওর দেউলী নূরে মদিনা নূরানী মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষায় ও ফলদ গাছ বৃদ্ধির লক্ষ্যে শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ কর্মসুচিতে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ মো: শহিদুল ইসলাম (খোকন) , মোঃ নিজাম উদ্দিন খান সভাপতি, জামায়াতে ইসলামী গারুড়িয়া ইউনিয়ন, মোঃ মোস্তাফিজুর রহমান শিক্ষক বালিগ্রাম দাখিল মাদ্রাসা, দেউলি নূরে মদিনা নূরানী মাদ্রাসার শিক্ষকবৃন্দ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সংগঠনটির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মুঠোফোনে বলেন, এক সময় এই গ্রামে প্রচুর গাছ ছিল। এখন ফলদ গাছের বড় অভাব। তাই পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমি এই উদ্যোগ নিয়েছি! “আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন” একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন!