নাজিম উদ্দিন, ভোলা। ভোলায় ব্যাংকেরহাট সরকারি প্রাঃ বিদ্যালয়ের খেলোয়ারদের সংবর্ধনা প্রদান করেছে ওই বিদ্যালয়ের কর্তৃপক্ষ। বিদ্যালয় সূত্রে জানাগেছে, ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের সনামধন্য বিদ্যাপীঠ ব্যাংকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বপ্রথম ভোলা সদর থানা পর্যায়ে চেম্পিয়ান হয়। এর পর তারা চেম্পিয়ান হয় জেলা পর্যায়ে। এর পর তারা চেম্পিয়ান হয় বরিশাল বিভাগীয় পর্যায়ে। সর্বশেষ তারা জাতীয় পর্যায়ে চেম্পিয়ান হাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। ফুটবল খেলায় কোমলমতি এ শিক্ষার্থী শিশুদের যোগ্যতায় সন্তুষ্ট হয়ে স্কুল কর্তৃপক্ষ তাদেরকে বিপুল উৎসাহ ও উদ্দিপণার মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান করেণ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেদুরিয়া ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল হাই মাস্টার ও ব্যাংকেরহাট সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহে আলম। উল্লেখ্য, শিক্ষার্থী খেলোয়ারদের নিজেস্ব অর্থায়নে পুরস্কার প্রাদান করেণ, ওই এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক মোঃ শাহ কামাল।